আগাম জাতের ধনেপাতায় লাভের মুখ দেখছে চাষী

|

লালমনিরহাটে বিভিন্ন শাক সবজির পাশাপাশি আগাম জাতের ধনেপাতা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চরাঞ্চলের চাষীরা। জেলার সদর উপজেলার ধরলা নদীর চর বেষ্টিত চর বাসুরিয়া গ্রামের ৩ শতাধিক চাষী আগাম জাতের ধনেপাতা চাষ করছেন। দাম ভালো পাওয়ায় চরাঞ্চলের চাষীরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।

এখানকার মাটি ও আবহাওয়া কৃষি উপযোগী। তাই স্বল্প খরচে আগাম জাতের ধনেপাতা চাষ করেছেন ৩ শতাধিক চাষী। প্রতি বিঘা জমিতে ৪০ মণ ধনে পাতা উৎপাদনে খরচ হচ্ছে ৩৫ হাজার টাকা। পাইকারি হিসেবে ১০০ টাকা কেজি দরে ১ লাখ ৬০ হাজার টাকা পাচ্ছেন চাষীরা।

এই চরেই ধনেপাতা চাষাবাদে যুক্ত আছেন ৫ শতাধিক খেতমজুর। বীজ, সারসহ প্রণোদনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কৃষি বিভাগ বলছে, প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে।

এবার লালমনিরহাট জেলায় এক হাজার বিঘা জমিতে ধনে পাতা চাষ হয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply