আমাকে যেন হাতকড়া পরানো না হয়— আদালতে সাবেক মন্ত্রী শাহজাহান খান

|

নতুন ৩ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপসহ ৮ জনকে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরমধ্যে যাত্রাবাড়ি থানার রফিকুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি আহমদ হোসেনকে, পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রেজাউল করিম, কবির হোসেন মিঠুকে৷ এছাড়া মিরপুরের দুই মামলায় গ্রেফতার দেখানো হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে৷

এর আগে তারা প্রত্যেকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ডে ছিলেন। আসামিক্ষের আইনজীবী জানান, শুনানিতে এজলাসে দাঁড়িয়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের হাতে হাতকড়া না পরানোর আর্জি জানান, সাবেক মন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, বিচারকের অনুমতি নিয়ে শাহজাহান খান বলেন, আমার বাবা, দাদাসহ আমাদের পরিবারের ৬ জন মুক্তিযোদ্ধা। আমার বাবা ৩ বারের এমপি ছিলেন। আমি আট বারের এমপি ছিলাম। মন্ত্রীর দায়িত্বও পালন করেছি। বঙ্গবন্ধু হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধীদেরও হাতকড়া পরানো হয়নি। আমাকে যাতে হাতকড়া পরতে না হয়।

এসময় বিরোধিতা করে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আমরা আগে দেখেছি, অনেক মন্ত্রী ও এমপিকে ডান্ডা বেড়ি পরিয়ে সিঁড়ি দিয়ে সাত ও আট তলায় উঠানো হয়েছে। ওনারা ক্ষমতায় থাকতে এটা করেছেন।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply