পুরো বাজার প্রক্রিয়াই একটা চ্যালেঞ্জ, তবে এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন নয় বলেন মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, বাজারে কেউ কেউ কৃত্রিম দাম বাড়াতে চায়, তবে সেটাকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি
সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান খাদ্য উপদেষ্টা। তিন বলেন, গেল কয়েক মাস দেশ একটি ভিন্নরকম পরিবেশের মধ্য দিয়ে গিয়েছে। এক সরকারের পতন হয়ে নতুন সরকার গঠন করার এই সময় কিছুটা অস্থিতিশীল থাকে সবখানেই। সেই প্রভাবে চালের দাম বেড়ে গিয়েছিল। সেটা এখন নিয়ন্ত্রণে আছে।
নির্বাচন ইস্যুতে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া ডায়ালগে আছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যতই বলুক সরকার চাপহীনভাবে কাজ করছে।
/এনকে
Leave a reply