কক্সবাজারে জনপ্রশাসন একাডেমি স্থাপনের জন্য ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রশাসন একাডেমির জন্য যে পরিমান জমি দেয়া হয়েছিল, সংসদের জন্য এত জমি বরাদ্দ নেই।
তিনি অভিযোগ করেন, কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। সেখানকার বনভূমিতে অনেক বিরল প্রজাতির উদ্ভিদ ও গাছ রয়েছে। এসব বিবেচনা না করেই অবৈধভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেটশন স্থাপনের জন্য ভূমি বন্দোবস্ত দেয়া হয়েছিল।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের আবেদনের পর এই বন্দোবস্ত বাতিল হওয়া পরিবেশের জন্য সুখবর। উদ্ভিদ সংরক্ষণে ১ হাজার উদ্ভিদ প্রজাতির লাল তালিকা তৈরি করেছে মন্ত্রণালয়। এর মাধ্যমে সংকটাপন্ন ও বিপদগ্রস্ত উদ্ভিদ রক্ষায় উদ্যোগ নেবে সরকার।
/এমএন
Leave a reply