বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলে লামিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিশুরি বন্দরের একটি বহুতল ভবন থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত লামিয়া আক্তার ধুলিয়া ইউনিয়নের শিকদার বাজার গ্রামের রাজমিস্ত্রি নাসির উদ্দিনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, লামিয়া তার স্বামী আবুল কালাম আজাদের সাথে কালিশুরি বন্দরের ভাড়া বাসায় থাকতেন। ছোটবেলা থেকেই লামিয়া স্বভাবগতভাবে অভিমানী প্রকৃতির মেয়ে। সামান্য বিষয়ে অনেক বেশি অভিমান করতেন পরিবারের সকলের সাথেই। আজ স্বামী কাজে বের হওয়ার সময় লামিয়ার সাথে কিছু বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এতেই অভিমান করে ফ্যানের সিলিং এর সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে লামিয়া আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন তারা।
উল্লেখ্য, স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বাউফল থানা পুলিশ।
/এমএইচআর
Leave a reply