সাভারে তরুণীর মাথা ও কবজি কাটা মরদেহ উদ্ধার

|

সাভারের বিরুলিয়ায় মাথা ও দুই হাতের কবজি কাটা অবস্থায় শান্তা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ থেকে প্রায় ১৫০ গজ দূরে দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত শান্তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, মস্তকবিহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নয়ন নামে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াজেদ আলী জানান, রাতে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও কবজি থেকে হাত কাটা ছিল। পরে আশেপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে মাথা ও দুই হাতের অংশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply