আমদানি শুল্ক কমানের প্রভাব নেই রাজধানীর আলু ও পেঁয়াজের বাজারে। ২ সপ্তাহের ব্যবধানে খুচরা দোকানে আলু কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। পেঁয়াজের দাম নতুন করে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশি জাত বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। আর মানভেদে আমদানি জাতের দাম হাকা হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।
আলুর দাম নিয়ন্ত্রণে আনতে দুই মাস আগে আমদানি শুল্ক কমিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর আমদানিও হয়েছে। তবে বাজারে এর প্রভাব না কমে বরং দাম দিন দিন বেড়েই যাচ্ছে।
আর পেয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে গত বুধবার (৬ নভেম্বর) পেঁয়াজ আমদানির ওপর থেকে শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ক বোর্ড (এনবিআর)। এর আগে, গত সেপ্টেম্বরে পেঁয়াজ আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছিল এনবিআর।
শুল্ক ছাড়ে ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেশে আসছে। এরপরও দাম না কমে উল্টো বাড়ছে।
ব্যবসায়ীদের দাবি, হিমাগার গেটে আলুর দর বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে আসায় দেশি ও আমদানি দুই ধরনের পেঁয়াজের দাম বাড়তির দিকে।
/এমএন
Leave a reply