সব প্রকল্পকে রাজনৈতিক ও সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে পিপিআর নিয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ওয়াহিদ উদিন মাহমুদ জানান, প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর সরকার। এ নিয়ে নীতিমালা করা হচ্ছে।
পরিবেশ ও পানি উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পর স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন ও জনগণকে যুক্ত করা হবে। নেয়া হবে জনমত। প্রকল্পের সময় কোনভাবেই বাড়ানো যাবে না, সময় বাড়লেই খরচ বাড়ে। যার সাথে দুর্নীতি জড়িত।
/এমএন
Leave a reply