প্রিয় লালমনিরহাটে প্রায়ই যেতে চান মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লালমনিরহাট আমার অত্যন্ত প্রিয় জায়গা। আমি প্রায় আসতে চাই। দুলু সাহেবকে প্রায়ই বলি, আপনি এখানে আমাকে এমনভাবে নিয়ে আসেন, যাতে আমি দুই-তিনদিন থাকতে পারি।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এই অন্তর্বর্তী সরকারের চরিত্র তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একটু ভিন্ন। বিপ্লবের পর এই সরকার এসেছে। এই বিপ্লবের প্রধান চালিকাশক্তি ছাত্ররা, তারা সরকারের সঙ্গে সম্পৃক্ত আছেন। তাই আমরা অন্যান্য যেসব তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, এটি সে রকম নয়। তাই এ সরকার সর্ম্পকে কথা বলতে হলে, বিশ্লেষণ করতে হলে সেই দিকটি লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে সর্ম্পণভাবে ধ্বংস করে দিয়েছে। সত্যিকার অর্থে ফ্যাসিবাদ চালিয়ে আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা ছিল, তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বিএনপিসহ অনেকগুলো দল ১৫ বছর ধরে সংগ্রাম-লড়াই করছি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এর মধ্যে আমাদের প্রায় ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন। প্রাণ দিয়েছেন কয়েক লাখ। প্রায় ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের চেয়ারপারসন, এ দেশের সবচেয়ে ‘জনপ্রিয়’ নেতা খালেদা জিয়াকে ৬ বছর জেলে থাকতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে।

এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন তো আছেই, গত ১৫-১৬ বছরের জঞ্জালগুলো সংস্কারের মাধ্যমে সরিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করার যে ভিত্তি, তা প্রস্তুত করার আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা জানেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনে আমরা দুই বছর আগে ৩১ দফা দিয়েছিলাম।

সংস্কার কমিশনগুলোকে দ্রুত কাজ শেষ করে নির্বাচন নিশ্চিত করার তাগিদ দেন বিএনপি মহাসচিব। বলেন, সব সমস্যা রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply