ঝিনাইদহ সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ আটক ৩৬

|

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দেশটির একজন নাগরিকসহ ৩৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘন্টায় উপজেলার মাটিলা, বাঘাডাঙ্গা, সামান্তা খোসালপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ৮ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।

৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ বলেন, মহেশপুর উপজেলায় ৭২ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্ত রয়েছে। এর মধ্যে ১২ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকাগুলো দিয়ে বেশ কয়েকজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করছে এমন খবরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চলতি মাসে এখন পর্যন্ত মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১১৪ জনকে আটক করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply