ভোলা করেসপনডেন্ট:
ভোলায় চরফ্যাশন উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো. ইমন (১৭) ও মো. নেছার উদ্দিন (১৮) নামে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সিয়াম (১৯) নামে আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুন বাস স্ট্যান্ড এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার নীল কমল গ্রামের মো. কামাল হোসেনের ছেলে ও নেছার উদ্দিন বোরহানউদ্দিন উপজেলার মানিকা গ্রামের মো. ইলিয়াস হোসেনের ছেলে। তারা দুইজনই বোরহানউদ্দিন উপজেলার একটি মাদরাসার ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ইমনের বাড়িতে বেড়াতে আসেন নেসার উদ্দিন ও সিয়াম। এরপর বিকেলের দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে তারা চরফ্যাশন পৌর এলাকার নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এ সময় নেছার উদ্দিন ও সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বরিশাল নেয়ার পথে সন্ধ্যায় নেছার মারা যান।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ
Leave a reply