প্রতিষ্ঠান ভালো না হলে, ভালো প্রকল্প নিলেও বাস্তবায়ন করা যায় না: অর্থ উপদেষ্টা

|

প্রতিষ্ঠান যদি ভালো না হয়, ভালো প্রকল্প নিলেও বাস্তবায়ন করা যায় না— এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, পরিবর্তিত সময়ে সংস্কার কাজ এগিয়ে চলছে। অন্তবর্তী সরকারের ফুটপ্রিন্ট মুছে ফেলতে পারবে না রাজনৈতিক দলগুলো।

বুধবার (১৩ নভেম্বর) পিকেএসএফ দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বড় বড় ভবন, সুন্দর সুন্দর অবকাঠামো হয়েছে। কিন্তু ভালো মানুষের অভাব বেশ প্রকট। এত ক্ষত, ভাবা যায় না। ব্যাংক ব্যবস্থা ভালো করতে উদ্যোগ নেয়া হয়েছে। গুরুত্ব পাচ্ছে আর্থিক খাত উন্নয়নের কার্যক্রম।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। এখানে অনেক বিষয় জড়িত। একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।

বর্তমান সরকার তার কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সংস্থা সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply