আমলাতন্ত্রের সাথে জনগণের দূরত্ব কমাতে কাজ করব: আসিফ মাহমুদ

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

আমলাতন্ত্র সবসময় জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলতো। কিন্তু তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। মাঠ প্রশাসন ও সরকারের সাথে জনগণের এই দূরত্ব কমিয়ে আনতে কাজ করব- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সরকারি কর্মকর্তারা প্রভুত্বমূলক জায়গায় না থেকে জনগণের পাশে দাড়িয়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান করবে বলে আশা করছি। যাতে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না, এমন অভিযোগ যাতে কেউ না করতে পারেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবগুলো স্টেডিয়ামই প্রায় অকেজো। স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে বিসিবি থেকে তালিকাও নেয়া হয়েছে। নতুন স্টেডিয়াম নির্মাণের চেয়ে পুরনোগুলো সংস্কারের দিকে বেশি নজর দেয়া হবে।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রসঙ্গে তিনি বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। গণঅভ্যুত্থানে এত রক্তের পরও তার কন্ঠে বলতে চাই সংগ্রাম শেষ হয়নি।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের মনোনীত সরকার। জনগণের প্রতিনিধিত্ব করতেই আমরা এসেছি। নতুন উপদেষ্টাদের কাজ দেখে জনগণ তাদের বিচার করবে। কোনো পক্ষ থেকে অভিযোগ আসলে তা খতিয়ে দেখা হবে।

মওলানা ভাসানী প্রসঙ্গে তিনি বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মাহফুজ আলম।

/আরএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply