হোয়াইট হাউজে বাইডেন-ট্রাম্প বৈঠক

|

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে ওভাল অফিসে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় করমর্দন করে একে অপরকে অভিবাদন জানান।

বৈঠকে এই দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্য, ইউক্রেন ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে ওভাল অফিসে আরও একবার এই দুই নেতার বৈঠক হয়েছিল। দেশটির ৫৯তম মার্কিন নির্বাচনে ট্রাম্পকে হারিয়েই হোয়াইট হাউজের বাসিন্দা হয়েছিলেন জো বাইডেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply