শ্রম ইস্যু আমাদের শীর্ষ অগ্রাধিকারের একটি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের উৎপাদন খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে তার সরকার গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার করবে। অন্তর্বর্তী সরকার সকল ধরনের শ্রম সমস্যা সমাধান করতে চায় বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু সম্মেলনের (কপ-২৯) ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।
এসময় এ বিষয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মে। তিনি ড. ইউনূসের সঙ্গে মানবপাচার ও অভিবাসন নিয়েও আলোচনা করেন।
আইনি মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত অভিবাসন কমিয়ে দেবে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করবে।
বৈঠকের শেষে সাবেক ব্রিটিশ এই প্রধানমন্ত্রীকে জুলাই-আগস্ট আন্দোলনে দেয়ালচিত্র নিয়ে প্রকাশিত ‘আর্ট অব ট্রায়াম্ফ’ বইয়ের একটি কপি উপহার দেন ড. ইউনূস।
/এমএইচ
Leave a reply