বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আজারবাইজান, খুলতে চায় দূতাবাসও

|

ঢাকায় দূতাবাস খোলার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। এছাড়া দেশটি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার (নভেম্বর ১৪) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন ভেন্যুতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ও আজারবাইজানের দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে ও গভীর করতে দুই দেশ কাজ করবে বলেও জানিয়েছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে এক চুক্তি সম্পাদনে আজারবাইজানের সরকারের একটি উচ্চ-পর্যায়ের দল আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফর করবে।

এসময় আজারবাইজান রাষ্ট্রপতি বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারকেও অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টাও এসময় দুই দেশের সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply