বান্দরবানের রুমা উপজেলায় কেএনএ’র বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে পিস্তল ও গুলিসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের উপজেলার মুনলাই পাড়া নামক এলাকায় কেএনএ’র বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের সময় মুনলাই পাড়ার লাইচেংয়াই এলাকায় সন্ত্রাসীরা তাদের অস্ত্র ও সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়।
সেনাবাহিনী আরও জানায়, এ সময় সেখান থেকে একটি ম্যাগাজিনসহ এসএমজি, দুইটি গাঁদা বন্দুক, ১৫৯ রাউন্ড কার্তুজ, একটি কার্তুজ ভর্তি বেল্ট, একটি বাইনোকুলার, দুইটি ওয়াকিটকি সেট, ৬টি কেএনএ ইউনিফর্ম, একটি জোড়া বুট, একটি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার ও ৫টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
/আরএইচ
Leave a reply