তিন ফরম্যাটের ক্রিকেটে ধরাবাহিক সাফল্য পেলেও ভারতের পছন্দের তালিকায় এগিয়ে টি-টোয়েন্টি। আইপিএলের প্রভাব ভালোভাবেই পড়েছে ভারতীয়দের ছোট সংস্করণের ক্রিকেটে। যা আলাদাভাবে এগিয়ে রাখতে সাহায্য করছে দেশটিকে।
এবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনন্য এক নজির তৈরি করেছে ভারত। সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে ২১৯ রান করে নতুন মাইলফলক তৈরি করেছে গৌতম গম্ভীরের দল। চলতি বছরে এ নিয়ে ৮ বার দু’শো রানের ঘর স্পর্শ করেছে ভারত। যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম রেকর্ড।
এর আগে, ২০২৩ সালে এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বা তার বেশি রানের কৃতিত্ব ছিল ভারতের। সমানসংখ্যক দলীয় দ্বিশতকের এই রেকর্ডে ভাগ ছিল জাপান ও বার্মিংহ্যাম বিয়ার্সের। চলতি বছরেই এই মাইলফলক তৈরি করে জাপান। আর ২০২২ সালে এই কৃতিত্ব গড়ে বার্মিংহ্যাম।
বিশ্ব রেকর্ড ছোঁয়ার দিনটি রাঙাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ভারতকে। ২২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার করা ১৯তম ওভারে ২৬ রান তুলেন মার্কো ইয়ানসেন। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ২৫ রানে। আর্শদীপের করা তৃতীয় বলে ইয়ানসেন এলবিডাব্লিউ’র ফাঁদে পড়লে হার এড়াতে ব্যর্থ হয় সাউথ আফ্রিকা। ১১ রানে জয়ের দিনে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
সফরকারিদের বড় সংগ্রহের দিনে সামনে থেকে নেতৃত্ব দেন তিলক ভার্মা ও অভিষেক ভার্মা। তিনে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৬ বলে ১০৭ রান করেন তিলক। আর ওপেনিংয়ে নামা অভিষেকের ব্যাট থেকে আসে ২৫ বলে ৫০ রান।
/এনকে
Leave a reply