Site icon Jamuna Television

প্রবীণ সাংবাদিকদের জন্য বিশেষ পেনশন চালুর উদ্যোগ নেয়া হচ্ছে: কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক

অন্তবর্তীকালীন সরকারের তথ্য উপদেস্টার পরামর্শে সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির কার্যক্রম শুরু হয়েছে এবং প্রবীণ সাংবাদিকদের জন্য বিশেষ পেনশন চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বিএফইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগের সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

এম আব্দুল্লাহ বলেন, বিগত সরকারের ১৬ বছরে সাড়ে ১২ হাজার সাংবাদিক অনুদান পেয়েছেন। কিন্তু তার মধ্যে সরকার বিরোধী পত্রিকার সাংবাদিক পেয়েছেন মাত্র ১ জন। বর্তমান সরকার বৈষম্যহীনভাবে সাংবাদিকদের মধ্যে ট্রাস্টের টাকা বিতরণ করবে। কোনো অনিয়ম হবে না।

তিনি বলেন, বিগত সময়ে শুধুমাত্র অনুদানের চেক ছাড়া প্রতিষ্ঠানটি কিছুই করেনি। এরই মধ্যে তথ্য উপদেস্টার পরামর্শে সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি এবং প্রবীন সাংবাদিকদের পেনশন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

/এটিএম

Exit mobile version