চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের বাকলিয়ায় ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দু’পক্ষ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় সৈয়দশাহ বিদ্যুৎ অফিসের মুখে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ১০টিরও বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কোন নেতার সমর্থকদের মাঝে এমন ঘটনা ঘটেছে প্রশ্নটি এড়িয়ে যান এ পুলিশ কর্মকর্তা।
Leave a reply