বাউফলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

|

বাউফল করেসপনডেন্ট:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, লুটতরাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৪নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় এনায়েত হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, লুটতরাজ ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে। এরপরেও কেনো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা লিখিতভাবে আজকের (১৫ নভেম্বর) মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে জমা দিতে হবে।

বিএনপির দলীয় সূত্র জানায়, লুটতরাজ ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে এনায়েত হোসেন খান ও তার ছেলে সাইফুলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে। দলের পক্ষ থেকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে। এরপরেও থেমে নেই তারা।

স্থানীয়দের অভিযোগ, এনায়েত হোসেন খানের ছেলে সাইফুল তার বাবার দলীয় পদের ক্ষমতায় এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিকবার গ্রেফতারও হয়েছেন। বাউফল থানায় সাইফুলের বিরুদ্ধে মামলা চলমান আছে। তিনি এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যাবসায়ী হিসেবে পরিচিত।

এ বিষয়ে বিএনপি নেতা এনায়েত হোসেন খান বলেন, ইতোমধ্যে অভিযোগের বিষয়ে আমি লিখিতভাবে ব্যাখ্যা দিয়েছি। আমি ও আমার ছেলে চাঁদাবাজি, লুটতরাজ ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত না।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ যমুনা নিউজকে বলেন, দেশ নেতা তারেক রহমানের নির্দেশনা অমান্য করে বিএনপির যারা অপকর্মে জড়াবে তাদের বিরুদ্ধেই দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব ব্যাপারে দল কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply