জুলাই বিপ্লবের ১০০ দিন পরও আহতদের চিকিৎসার সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। আহত-নিহতদের পূর্ণাঙ্গ তালিকাও সরকার করতে পারেনি, যে কারণে ভুক্তভোগীরা ভোগান্তিতে পড়ছে ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন ৬ আন্দোলনকারিকে দেখতে গিয়ে এসব কথা বলেন উমামা ফাতেমা।
এসময় তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। প্রয়োজন ছিলো, দেশজুড়ে ছড়িয়ে চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা। বলেন, সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা জরুরি। আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থান করার কথাও বলেন উমামা ফাতেমা।
/এটিএম
Leave a reply