শেখ হাসিনা গুম-খুন চালালেও তাকে ভারত প্রশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবারে’র উদ্যোগে আন্দোলনে নিহত বরিশাল বিভাগের ৩১ পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, পরিবারের সদস্যদের নিয়ে অর্থ লুটপাটই ছিল শেখ হাসিনার রাজনৈতিক দর্শন। তার দোসর সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনা হচ্ছে না বলেই বাজার নিয়ন্ত্রণে আসছে না বলেও মন্তব্য করেন তিনি।
কালক্ষেপন না করে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন।
/এনকে
Leave a reply