কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে মরদেহ উদ্ধার

|

স্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের একটি পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নুর হোসেনের বাড়ি খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন নুর হোসেন। বেলা এগারোটার দিকে স্থানীয় হোটেল ব্যবসায়ী ও তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনদের খবর দিলে খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোন খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। 

শনিবার দুপুরে এক পর্যটক ওই টয়লেটে প্রবেশ করার জন্য গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। পরে তারা টয়লেটের ওপরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply