নাফ নদী থেকে অপহৃত ৫ জেলে, একজনের মরদেহ উদ্ধার

|

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের উখিয়ার নাফ নদী থেকে থেকে মাছ ধরার সময় পাঁচ জেলেকে অপহরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে ওই ৫ জনের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বশর পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। নিখোঁজ বাকি চারজন হলেন, পূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবিল হকের ছেলে সাইফুল ইসলাম ও মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন। তিনি জানান, সকালে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় নাফ নদীতে একটি মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। তাদের কাছ থেকে বিষয়টি জানার পর মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গত ১৪ নভেম্বর ৫ জন বাংলাদেশি নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল করার পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম তাসিন জানান, মাছ শিকারে গিয়ে দুই দিন আগে ৫ জন বাংলাদেশি অপহৃত হয়। এদের মধ্যে আজ একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply