সরকার আঞ্চলিকতায় বিশ্বাসী না, উত্তরাঞ্চলে উপদেষ্টা না রাখা প্রসঙ্গে শারমিন এস মুরশিদ

|

তিন বিভাগ থেকে উপদেষ্টা না রাখা প্রসঙ্গে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, তারা (সরকার) আঞ্চলিকতায় বিশ্বাস করেন না। দেশের প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যাকে প্রয়োজন মনে করেছেন, তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়েছেন।

শনিবার ( ১৬ নভেম্বর) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

শারমিন এস মুরশিদ বলেন, আমরা বিভাগ দেখি না, জেলা দেখি না। আমরা শুধু দেশ দেখি। দেশের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন, এই মুহূর্তে জরুরিভাবে একত্র করা দরকার, উনি তাদের একত্র করেছেন। এটা কাউকে ছোট করে নয়, কাউকে বড় করে নয়। আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা বৈষম্য নয়, আপনারা অঞ্চল দিয়ে দেখা বন্ধ করুন।

শেখ হাসিনা সরকারের প্রসঙ্গ তুলে এবিষয়ে তিনি বলেন, বিগত রেজিমে (আওয়ামী সরকার) ফরিদপুর থেকে কী পরিমাণ লোক এসেছে, ভুলে গেছেন। আমরা সেই আঞ্চলিকতায় বিশ্বাস করি না। আপনার এই এলাকায় ঠিক ততখানি শ্রম দেবো, মেধা দেবো, অর্থ দেবো, যেটা অন্য এলাকাতেও একইভাবে দেবো।

সরকারের এই উপদেষ্টা বলেন, যে কষ্ট আমরা ৫৩ বছর ধরে বহন করেছি এবং মুক্তিযুদ্ধের নামে বার বার ভুল করেছি। ২০২৪-এ সেটার সেটির অবসান ঘটলো। এটি আর দ্বিতীয় হতে দেবো না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply