পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে আধা-সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। এতে আধা-সামরিক বাহিনীর অন্তত ৭ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল শনিবারের (১৬ নভেম্বর) এই হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন। ইতোমধ্যে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেলুচিস্তানের কালাত জেলায় স্থানীয় সময় ভোরের দিকে হামলা চালায় অস্ত্রধারীরা। ভারী অস্ত্র থেকে গুলির পাশপাশি গ্রেনেডও ছোঁড়া হয়।
হামলার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া এলাকাজুড়ে চালানো হয় তল্লাশী অভিযান। অন্যদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
/এমএইচ
Leave a reply