Site icon Jamuna Television

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘মান-ই’

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘মান-ই’। এর প্রভাবে ‘বিপর্যয়কর’ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর। এমনটা জানিয়েছে আনাদোলু এজেন্সি।

শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে শক্তিশালী টাইফুনটি কাটানডুয়ানেস দ্বীপে আছড়ে পড়ে। এসময় তার বাতাসের স্থায়ী গতি ছিল ১৯৫ কিলোমিটার (১২১ মাইল)।

ইনকোয়াইরার নেটের বরাত দিয়ে আনাদোলু জানায়, শনিবার গভীর রাতে স্থলভাগে আছড়ে পড়ে সুপার টাইফুনটি। এতে দুজন আহত হয়। দেশজুড়ে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ। টাইফুন মান-ইকে ‘পেপিতো’ নামেও ডাকা হচ্ছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে দেশটির কাটানডুয়ানেস দ্বীপ। উপড়ে গেছে গাছপালা। গির্জা, শপিং মলগুলোকে বানানো হয়েছে অস্থায়ী শরণার্থী শিবির। যেগুলোয় ঠাই নিয়েছে প্রায় ৪ লাখ বাসিন্দা।

উল্লেখ্য, ফিলিপাইনে গত ১ মাসের মাঝে আঘাত হানলো ৬ টাইফুন। গত অক্টোবরে টাইফুন কং-রেই ও ট্রামির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৬২ জনের মৃত্যু হয় এবং আরও ২২ জন এখনও নিখোঁজ রয়েছেন।

/এএম

Exit mobile version