Site icon Jamuna Television

মণিপুরে ফের কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট

ভারতের মণিপুর রাজ্যের পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল ও থাউবালে আবার কারফিউ জারি করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, অপহরণ করে ছয়জনকে হত্যার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে, সাতটি জেলায় স্থগিত করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

শনিবার মেইতেই সম্প্রদায়ের অপহৃত ৬ নারী ও শিশুর মরদেহ উদ্ধার করলে স্থানীয় রাজনীতিকদের বাসভবনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। টায়ার জ্বালিয়ে ইম্ফলের মূল সড়কগুলো অবরোধ করে বিক্ষোভকারীরা। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন।

উল্লেখ্য, কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্বের জেরে গত কয়েক মাস ধরেই উত্তাল মিয়ানমার সীমান্তঘেষা রাজ্যটি। সরকারি তথ্য অনুযায়ী, সহিংসতার কারণে গত বছর কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় অন্তত ৬০ হাজার মানুষ গৃহহীন হন।

/এএম

Exit mobile version