২ দিনের রিমান্ডে দেশ টিভির এমডি আরিফ হাসান

|

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে,বিমানবন্দর থানার সজীব হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির এমডি আরিফ হাসানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) তার রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে, শনিবার মধ্যরাতে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। আজ আরিফ হাসানকে আদালতে তোলা হলে ৩ দিনের রিমান্ড চায় পুলিশ। ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টে অভিযান চালানো হয়। দেশত্যাগের আগেই বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় আরিফকে গ্রেফতার করা হয়। পরে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকোর সাধারণ সম্পাদক।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply