বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) ম্যাচে লিওনেল মেসিদের পরবর্তী প্রতিপক্ষ পেরু। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলে লেগেছে জোড়া ধাক্কা। চোটের কারণে পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না দুই নিয়মিত খেলোয়াড়ের।
এমন পরিস্থিতিতে দলে জরুরি ডাক পড়েছে গিলিয়ানো সিমিওনের। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড আতলেতিকো মাদ্রিদ কোচ ও সাবেক আর্জেন্টাইন খেলোয়াড় দিয়েগো সিমিওনের ছেলে। এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা গিলিয়ানো খেলেন বাবার ক্লাব আতলেতিকোতেই।
সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ডানপায়ের চোটে অস্বস্তিতে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। টটেনহ্যাম হটস্পারের এই তারকা জাতীয় দল ছেড়ে ইংল্যান্ডেও উড়াল দিয়েছেন। অন্যদিকে, ডান ঊরুর মাংসপেশির চোটে ভুগছেন নাহুয়েল মোলিনা। এমন পরিস্থিতিতে দলে জরুরি ডাক দেয়া হয়েছে গিলিয়ানো সিমিওনেকে।
এদিকে, আরেক খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকোকে নিয়েও শঙ্কা আছে। তবে এই মিডফিল্ডারের জন্য ফাকুন্দো মেদিনা তৈরি আছেন বলে জানিয়েছেন টিওয়াইসি স্পোর্টস।
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯। কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে তিন এবং ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে।
উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার (২০ নভেম্বর) ভোর ৬টায় বুয়েনস এইরেসে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু।
/এএম
Leave a reply