আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী ১৪ নেতা ও আমলাকে আজ আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই আসামিরা বর্তমানে অন্যান্য মামলায় গ্রেফাতার হয়ে কারাগারে আছে।
ট্রাইব্যুনালে হাজিরা দিতে যে আসামিদের আনা হবে, তারা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, আ. রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী।
এছাড়াও হাজিরা দিবে- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী। আওয়ামী জোট নেতা- রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হবে এদিন।
চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হবে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা। গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন।
/এটিএম
Leave a reply