নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু পেপারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার ওই গুদামটিতে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। শুরুতে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।
আগুন কিভাবে লেগেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।
/এমএইচআর
Leave a reply