শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাটে দুই রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। এছাড়াও, দুই তরুণকে সহায়তাকারী আরও একজনকে আটক করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তাদের গোসাইরহাট থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইন ও প্রতারণা আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আটক দুই রোহিঙ্গা তরুণ হলেন– মো. হোসেন ও মো. ইয়াসিন। আর তাদের সহায়তাকারী ব্যক্তি উপজেলার কোদালপুর এলাকার আহসান উল্ল্যাহ।
গোসাইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার সূত্র থেকে জানা যায়, সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র করার জন্য দুই তরুণসহ ৩ জন আসেন। জাতীয় পরিচয়পত্রের জন্য জমা দেয়া কাগজপত্র দেখে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ তাদের সন্দেহ করেন। তখন তাদের নানা ধরনের প্রশ্ন করা হয়।
নির্বাচন কর্মকর্তার জেরার মুখে পড়ে ওই দুই তরুণ স্বীকার করেন যে, তারা রোহিঙ্গা। তারা কক্সবাজারের টেকনাফের দুটি ক্যাম্পের বাসিন্দা বলে জানানো হয়।
/এএম
Leave a reply