পঞ্চগড়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বালতির পানিতে পড়ে আলিফ নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী বালাকুড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আলিফ ওই এলাকার এরশাদ মিয়ার ছেলে। 

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক রানা বলেন, শিশুটির বাবা এরশাদ নিজ বাড়িতে টিউবওয়েল পাড়ের পাশে গর্ত খোঁড়ার কাজ করছিলেন। পাশেই রাখা ছিল বালতিভর্তি পানি। কাজের মাঝে শিশুটির বাবা টিউবওয়েল পাড় থেকে কিছু দুরে গেলে অসাবধানবশত বালতিভর্তি পানিতে পড়ে যায় শিশু আলিফ। পরে সন্তানকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply