১৯৭২ সালে মুক্তি পায় ১৭৫ মিনিটের চলচ্চিত্র দ্য গডফাদার। মার্কিন লেখক মারিও পুজোর ‘দ্য গডফাদার’ নামে উপন্যাসের আলোকে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিল। সেই মুভির অন্যতম প্রধান চরিত্র ‘ডন’ ভিটো করলিয়নি। মুভিতে ভিটো করলিয়নি অন্যতম একটি ডায়লগ ছিলো, ‘যে পুরুষ পরিবারের সাথে সময় কাটায় না, সে কখনই প্রকৃত পুরুষ হতে পারে না।’
অনেকেই মনে করেন সিনেমা আর বাস্তব জীবন এক নয়। তবে, এই সিনেমাটি তৈরি করা হয়েছিলো উপন্যাসের আলোকে। আর উপন্যাস বাস্তব জীবনের চরিত্র’র ওপর নির্মিত হয়, কিংবা কল্পনায়। কিন্তু হঠাৎ পুরুষ নিয়ে লেখা হচ্ছে কেন? কারণ- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস।
এই বছরের থিম , ‘ইতিবাচক পুরুষ রোল মডেল’, পুরুষদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা কথোপকথনকে উৎসাহিত করার এবং সহায়ক পরিবেশ তৈরি করার গুরুত্ব তুলে ধরে যেখানে পুরুষরা উন্নতি করতে পারে।
আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন করে পুরুষদের সমাজে ইতিবাচক প্রভাব ফেলে যখন তাদের মঙ্গলকে জোর দেয়। এটি মানসিক স্বাস্থ্য, চ্যালেঞ্জ স্টিরিওটাইপ এবং লিঙ্গ সমতা প্রচারের মতো জটিল বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। ইতিবাচক পুরুষ রোল মডেলের গুরুত্ব তুলে ধরে এবং সামাজিক চাপ মোকাবেলা করে, দিনটি উন্মুক্ত সংলাপকে উত্সাহিত করে এবং পুরুষদের জন্য সমর্থন ব্যবস্থাকে উৎসাহিত করে।
মানসিক স্বাস্থ্য, লিঙ্গ ভূমিকা এবং সামাজিক স্টেরিওটাইপগুলিকে সম্বোধন করে কর্মশালা এবং সেমিনারের মতো বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন করা হয়।
ঘরে কিংবা বাইরে, সব জায়গায় পুরুষের দায়িত্ব অনেক। এসব দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুরুষই থাকেন বেশ চাপে। তাই, স্বাস্থ্য ভালো রাখতে চাপ কম নিতে হবে। আর এগিয়ে যেতে হবে বহুদূর।
/এআই
Leave a reply