দুই সপ্তাহ পর সিটি কলেজে ক্লাস চালু

|

দুই সপ্তাহ পর রাজধানীর সিটি কলেজে ক্লাস চালু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ধাপে ধাপে অন্য শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামী দিনে এমন পরিস্থিতি যেন না হয় সে কথা জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের সাথে প্রতি মাসে মতবিনিময় করার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ১৪ দিনের ক্ষতি পোষাতে মেকাপ ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে সিটি কলেজ। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট ৭ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আন্দোলন ঠেকাতে কলেজ কর্তৃপক্ষ ৪ নভেম্বর নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈধ অধ্যক্ষকে জোর করে সরিয়ে দিয়ে কাজী মোহাম্মদ নিয়ামুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বসে গেছেন। এরপর অবৈধভাবে একই দিন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ পদে নিয়োগ দেন মো. মোখলেছুর রহমানকে। জোর করে পদে বসে যাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নানা স্বেচ্ছাচারিতা, বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। এসব কারণে আন্দোলনে যান শিক্ষার্থীরা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply