যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের পরিবহণমন্ত্রী হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক প্রতিনিধি ও ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফি মনোনয়ন পেয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ভাষ্যমতে ডাফি একজন অসাধারণ ও ভালো সরকারি কর্মচারী। তাই ডাফিকে পরিবহণমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান, গাড়ি, রেল, ট্রানজিট ও অন্যান্য পরিবহণ সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বপালন করবেন তিনি। এছাড়া ট্রাম্প সরকারের সব বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদকরণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন ডাফি।
ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন জনগণের উদ্দেশে শন ডাফি লিখেছেন, ‘আপনাদেরকে আমি পরিবহন খাতের সোনালি যুগে নিয়ে যেতে খুবই আগ্রহী।’
/এআই
Leave a reply