মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের পরদিন এক গৃহবধুর গলাকাটা ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপউরে উপজেলার বোয়ালিপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নূরজাহান বেগম ওই গ্রামের কাঠমিস্ত্রী একলাস উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন সন্তানের মা নূরজাহান বেগম গতকাল সোমবার সন্তানদের খাবার খাইয়ে ঘুমাতে যেতে বলেন। এসময় তার স্বামী বাজারে যায় সার কিনতে। রাত ৯টার দিকে স্বামী বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু রাতভর তাকে খুঁজেও পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকেই আবারও বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করছিলেন স্বজনরা। দুপুরে বাড়ি থেকে ৫শ’ গজ দূরে একটি ফসলের মাঠে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ নূরজাহান বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
/এমএইচ
Leave a reply