কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

|

কুষ্টিয়া করেসপনডেন্ট:

কুষ্টিয়া কুমারখালী উপজেলার পশ্চিম গট্রিয়া ও বানিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরের দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাসেল উদ্দিন ও বখতিয়ার হোসেন। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ একলাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া, অন্য আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে ১টি এয়ারগান ও ১৭৭ রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply