সুনামগঞ্জ করেসপনডেন্ট:
সুনামগঞ্জে যাত্রীবেশে চালকের গলা কেটে হত্যার পর সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় রক্তাক্ত অবস্থায় ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) হবিগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে র্যাব-৯ এর সিপিসি ৩ সুনামগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ক্যাম্পের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন– জগন্নাথপুর উপজেলার শালদিঘা গ্রামের আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদরের হাফিজুর রহমান (২৬) ও একই জেলার বাহুবলের মোঃ শিবলু মিয়া (২০)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৯ সিলেট সদর দফতরের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার রানীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ডে প্রায় এক মাস ধরে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। গত শনিবার বিকেলে সিএনজি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুরে যান তিনি। এরপর আনুমানিক রাত ৯টার দিকে রানীগঞ্জ সেতুর উপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এ ঘটনায় নিহতের ভাই সুবাস দাস বাদী হয়ে হত্যা মামলা দায়েরের পর ছায়াতদন্তে নামে র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দল হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা আলোচিত ক্লুলেস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
/এমএইচ
Leave a reply