ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলনে স্ববির হয়ে পড়েছে ঢাকা মহানগরী। সড়কের পাশাপাশি তারা মহাখালী ও খিলগাঁওয়ে রেলপথ অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকেই মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রিকশাচালকরা।
এর মধ্যে মহাখালী রেলগেট এলাকায় সকাল ৯টা থেকেই জড়ো হন ব্যাটারিচালিত রিকশাচালকরা। বন্ধ করে দেয় সেখানকার সড়কগুলো। পাশাপাশি রেল চলাচলেও বাধা দেন। এছাড়া মহাখালী রেলক্রসিং ও খিলগাঁওয়ে রেললাইনের ওপর যত্রতত্র রিকশা ফেলে অবরোধ পালন করতে দেখা যায়।
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সরে যেতে বললেও তারা সেখানে অবস্থান করায় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধাওয়া দেয়। পাল্টা জবাবে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়ে মারে। এ ঘটনায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে, মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে অবস্থান নেয়া রিকশাচালকদেরও ধাওয়া দেয় সেনাবাহিনী। পরে তারা সেখান থেকে সরে গিয়ে আশপাশের সড়কে অবস্থান নিয়েছে।
ঢাকার মালিবাগেও বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। আশেপাশের এলাকায়ও চরম বিপর্যয় দেখা দেয়। মৌচাক-মগবাজার সড়কে সৃষ্টি হয় যানজট। একপর্যায়ে পুলিশ এসে আশ্বাস দিলে রাস্তা ছেড়ে যায় অবরোধকারীরা।
গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছিলেন। এতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
/এমএইচ/এমএন
Leave a reply