রাস্তা পারের সময় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের

|

ফরিদপুর (ভাঙ্গা) করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) ও তার কন্যা আছিয়া আক্তার (৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চারা বটতলা নামক স্থানে দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেলের ধাক্কায় মা সাজেদা ও তার মেয়ে আছিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মা এবং বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মারা যান।

তিনি আরও জানান, অজ্ঞাত চালকের মোটরসাইকেলটি ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply