তোশাখানার নতুন মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। এরইমধ্যে বুধবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন একটি মামলায় তাকে গ্রেফতার করেছে রাওয়ালপিন্ডি পুলিশ।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে সামা টিভি নিউজ।
প্রতিবেদন অনুসারে, আদিয়ালা কারাগারে যেখানে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে বন্দি রয়েছেন, সেখান তাকে আটক দেখায় রাওয়ালপিন্ডি পুলিশ। নিউ টাউন থানায় ইমরান খানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের পর পুলিশ গ্রেফতার ঘোষণা কার্যকর করে।
গ্রেফতারের কারণ হিসেবে একটি মামলার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ, ইমরান খান জেলে থাকার সময় রাওয়ালপিন্ডিতে ২৮ সেপ্টেম্বর একটি বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
এর আগে, বুধবার (১৯ নভেম্বর) ইসলামাবাদ হাইকোর্ট দ্বিতীয় তোষাখানা মামলায় তাকে জামিন দেয়। সেই মামলাটি ছিল একটি দামি বুলগারি গয়নার সেট কম দামে কেনার অভিযোগ সংক্রান্ত। রায়ের পর তার মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু নতুন একটি মামলায় পুনরায় গ্রেফতারে ইমরানের মুক্তির আশা আবারও ফিকে হয়ে গেলো।
/এএম
Leave a reply