আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারণের পরামর্শ সিপিডির

|

বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ নিয়ে স্বেচ্ছাচারিতা করছে উৎপাদক কোম্পানিগুলো। লুটে নিচ্ছে অযৌক্তিক মুনাফা। ফলে সরকারের ভর্তুকি বাড়ছে, চাপে পড়ছে জনগণ। এ অবস্থায় আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে দেশে বিদ্যুৎ-গ্যাসের দাম নির্ধারণ করার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত জ্বালানির বাজারভিত্তিক দর নির্ধারণ বিষয়ক সংলাপে এমন পর্যবেক্ষণ উঠে সংস্থাটি এই পরামর্শ দেয়। সিপিডি বলছে, বছরের ব্যবধানে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এতে জানান, বিদ্যুৎ-জ্বালানি খাতে প্রতিনিয়ত ভর্তুকি বাড়ছে। ২০১৭ সালে এর পরিমাণ ছিল ৪ হাজার কোটি টাকা। ২০২৪ সাল শেষে এটি ৩২ হাজার কোটিতে দাঁড়াবে। আগামী বছর এর পরিমাণ হবে ৪০ হাজার কোটি টাকা।

সংলাপে মূল প্রবন্ধে বলা হয়, তিন বছর ধরে অযৌক্তিক হারে দাম বাড়িয়ে আগের লোকসান সমন্বয় করছে পেট্রোলিয়াম করপোরেশন। দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক চর্চা বিবেচনায় রাখা প্রয়োজন।

এদিকে, পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানিয়েছেন, জানুয়ারী-জুন মেয়াদে আমদানি করা জ্বালানির দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply