৩ মাসে তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ করা হয়েছে: ছাত্রদলের সা. সম্পাদক

|

রাজবাড়ী করেসপনডেন্ট:

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক না‌সির উদ্দিন না‌সির বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে এখন পর্যন্ত ৩ শতা‌ধিকের বে‌শি ছাত্রদলের নেতাকর্মীকে ব‌হিস্কার করা হয়েছে। এছাড়া ৫ শতা‌ধিক নেতাকর্মীকে শোকজ করে‌ দলের পক্ষ থেকে মামলা দিয়ে ওইসব নেতাকে গ্রেফতার করানো হয়েছে।

বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সরকারি কলেজে শিক্ষার্থী‌দের মাঝে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থা‌পিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দা‌বি সম্ব‌লিত লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কেউ সংগঠন প‌রিপস্থী কাজ করলে, তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, তাদের নেতাকর্মীদের দোষ-ত্রু‌টি ফলাও করে গণমাধ্যমে প্রচার করা হলেও ব্যবস্থা নেয়ার বিষয়গুলো প্রচার হচ্ছে কম।

এ সময় তি‌নি দা‌বি করেন, বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোলনে এককভাবে সবচেয়ে বেশি ক্ষ‌তিগ্রস্থ সংগঠন ছাত্রদল। জুলাই-আগস্টে শতাধিক ছাত্রদল নেতাকর্মী নিহত হয়েছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply