গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

|

বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বলেছেন, গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না। সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করলে অথবা বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে, কিন্তু পণ্য সরবরাহ হচ্ছে না। শুধুমাত্র পণ্যের ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের এখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, পাইকারী থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রশিদও সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, রমজানে পণ্যের দামে স্বস্তি ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply