স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় লরি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক সরকার (৪৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এনামুল হক সরকারসহ আরও তিনজন সহযোগী রাজমিস্ত্রীর কাজে যান। কাজ শেষে বিকেলে ফেরার পথে চারজন একটি মোটরসাইকেলযোগে গোসিঙ্গা বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি লতিফপুর এলাকায় পৌঁছলে একটি ইট বোঝাই লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত ঘোষণা করেন। এরপর বাকিদের গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
এ বিষয়ে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, বৃহস্পতিবার ইটবোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ
Leave a reply