গাজীপুরে অটোরিকশা চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

|

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে বেঁধে নির্যাতন করা হয়েছে। মারধরের ওই ভিডিও রীতিমতো ভাইরাল সামাজিকমাধ্যমে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কাইচ্চাগড় এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানায়, ওই যুবককে অটোরিকশা চুরির অভিযোগে খুঁটির সঙ্গে হাত বেঁধে আটকে রাখে মালিক ইব্রাহিম। পরে কয়েকজন মিলে তার ওপর নির্যাতন চালায়।

অভিযুক্ত চোরকে বলতে দেখা যায়– এটাই তার জীবনের প্রথম চুরি। এর আগে কখনও কোথাও তিনি চৌর্যবৃত্তিতে জড়াননি। তিনি বলেন, তার নাম মিন্টু। তার বাড়ি শ্রীপুর পৌরসভার বহেরার চালায়।

ভিডিওচিত্রটি নজরে আসার পর ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply