২০২৫ আইপিএল শুরু ১৪ মার্চ, পরের দুই আসরের তারিখও প্রকাশ

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী তিন সিজনের দিনক্ষণ চুড়ান্ত করে চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অতীতে কখনই এক সাথে তিন সিজন শুরু আর শেষ হওয়ার তারিখ জানায়নি বিসিসিআই। শুধু তাই নয়, এই আসরগুলোতে কোন দেশ থেকে কোন কোন ক্রিকেটার অংশ নিতে পারবে তার ছাড়পত্রও দলগুলোকে পাঠিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর ক্রিকেট বোর্ড।

আগামী রবি ও সোমবার সৌদি আরবের রাজধানী জেদ্দায় অনুষ্ঠিত হবে ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম। তার আগে শুক্রবার (২২ নভেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী তিন আসরের টুর্নামেন্ট উইন্ডো ঘোষণা করলো। অর্থাৎ ২০২৫, ২৬ ও ২৭ সালের টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানিয়ে দেয়া হয়েছে।

২০২৫ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ। শেষ ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল ৩০ মে অনুষ্ঠিত হবে। প্রতি বছরই ফাইনালগুলো রাখা হয়েছে রোববার।

বিদেশি খেলোয়াড়দের সবুজ সংকেত:

আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়রা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।
আইপিএল কর্তৃপক্ষের পাঠানো সেই মেইলে যেসব দেশের বিদেশি খেলোয়াড়কে ২০২৫ থেকে ২০২৭ মৌসুমের মধ্যে পাওয়া যাবে, তা নিম্নরূপ—

অস্ট্রেলিয়া:
২০২৫ আইপিএলের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া—সব ক্রিকেটারকেই ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০২৬ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিএ জানিয়েছে, এই সিরিজ ‘১৮ মার্চের আগে শেষ হবে না।’ এই সিরিজে অংশ নেয়া অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা এবং টি–টোয়েন্টি বিশ্বকাপের (২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চ) পর বিশ্রাম পাওয়া খেলোয়াড়রা পাকিস্তান সফরের পর আইপিএলে যোগ দেবেন। ২০২৭ সালে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের সঙ্গে একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের পর আইপিএলে যোগ দেবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

ইংল্যান্ড:
ইসিবি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ জন খেলোয়াড়ের একটি তালিকা জমা দিয়েছে, যাদের আইপিএলের আগামী তিন মৌসুমেই পুরোপুরি পাওয়া যাবে। তবে এই তালিকায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নাম নেই। ২০২৫ আইপিএলের মেগা নিলামেও তিনি অংশ নেননি। ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত ইংল্যান্ডের যেসব খেলোয়াড়কে পুরোপুরি পাওয়া যাবে—জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন ও রিস টপলি।

ইসিবি জানিয়েছে, এই তালিকার কিছু খেলোয়াড় ২০২৫–২০২৭ চক্রের মধ্যে ‘চুক্তির বাইরে চলে যাবেন।’ তবে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় আইপিএলের জন্য পাওয়া যাবে তাদের। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের পুরোপুরি পাওয়া যাবে আইপিএলের এই তিন মৌসুমে।

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে: এসব দেশের খেলোয়াড়দের পুরো আসরে পাওয়া যাবে।

শ্রীলঙ্কা:
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, ২০২৫ আইপিএলে তাদের খেলোয়াড়দের পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে। তাদের যেসব খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখবে, ২০২৬ ও ২০২৭ মৌসুমেও তাদের পাওয়া যাবে।

বাংলাদেশ:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৩ জন ক্রিকেটারের একটি তালিকা পাঠিয়েছে। এসব খেলোয়াড়ের একেকজনকে আগামী তিন বছরের মধ্যে বিভিন্ন সময় পাওয়া যাবে। তালিকায় নাম থাকা ক্রিকেটাররা হলেন—তাসকিন আহমেদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply